সংসদের বিরোধী দলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শনিবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজারের উখিয়া ইনানী সীবীচ দেখতে গেছেন।
এসময় তিনি ইনানী সী বীচের পাশে মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন করেন।
উল্লেখ্য, বিগত বিএনপি সরকারের আমলের(২০০১-০৬) শেষের দিকে বেগম খালেদা জিয়া ওই সড়ক উদ্ধোধন করেছিলেন।
এসময় খালেদার সঙ্গে ছিলেন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল ও বিরোধীদলীয় নেত্রীর বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস।
এর আগে রামু থেকে বেগম জিয়া সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার সার্কিট হাউজে পৌঁছান। সেখানে তিনি রাতের খাবার খেয়েছেন। তার খাবার ব্যবস্থা করেন, কক্সবাজার-৩ আসনের সাংসদ লুৎফর রহমান।
খালেদা জিয়া কক্সবাজার সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।
রোববার সকাল ১০টার দিকে তিনি উখিয়া যাবেন বলে জানা গেছে। সেখানে তিনি বিভিন্ন পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
Leave a Reply