হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ=
স্থানীয় সরকার পল¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় চলতি অর্থবছরের শেষ পর্যায়ে এসে উখিয়া উপজেলার জন্য এলজিএসপি খাতে ২য় কিস্তিতে ৭৫ লাখ ৪৩ হাজার ৫৮১ টাকা বরাদ্দ দিয়েছে। যা চলতি অর্থবছরের মধ্যে ইউনিয়ন পরিষদ অপারেশনাল ম্যানুয়েল ২০১২ এ বর্নিত ‘ক্রয় ব্যবস্থাপনা ’পদ্ধতি অনুসরণ করে বিজিসিসি কর্তৃক সুপারিশকৃত প্রকল্প সমূহ বাস্তবায়নের বাধ্যবাদকতা রয়েছে। এ জন্য প্রত্যেক ইউনিয়নে পৃথক একাউন্ট খোলা হয়েছে। উখিয়া উপজেলায় ৫ ইউনিয়নের লোকাল গভর্ণেস সার্পোট প্রজেক্ট (এলজিএসপি) ২য় কিস্তিতে বরাদ্দ প্রাপ্ত ইউনিয়নওয়ারী টাকার পরিমাণ ও ব্যাংক একাউন্ট হচ্ছে- হলদিয়া পালং অগ্রনী ব্যাংক হিসাব নং-৭৫৩, ১৭ লাখ ৩০ হাজার ৬৩৫ টাকা।জালিয়াপালং রুপালী ব্যাংক হিসাব নং- ৮৩৭০, ১৬ লাখ ১২ হাজার ৩৭৬ টাকা। রাজাপালং সোনালী ব্যাংক হিসাব নং- ৯১৫,১৯ লাখ ৪৯ হাজার ৩৯৬ টাকা। রতœাপালং ৭ লাখ ৮৭ হাজার ১৪ টাকা, সোনালী ব্যাংক হিসাব নং-৯১৪,পালংখালী ১৪ লাখ ৬৪ হাজার ১৬০ টাকা সোনালী ব্যাংক হিসাব নং-৯১৩,##