মমতাজুল ইসলাম মনু টেকনাফ ..
সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় বঙ্গোপসাগরে আরেক দফা ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাত ৩ টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পশ্চিম বঙ্গোপসাগরে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদ হাসান আজকের কক্সবাজারকে জানান, মঙ্গলবার রাতে একটি দালাল চক্র সাবরাং থেকে ১১০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার মালয়শিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। কিছু দূর যেতে না যেতে গভীর সমুদ্রের প্রচন্ড ঢেউয়ের ঢাক্কা খেয়ে ট্রলারটি ডুবে যায়। বুধবার বিকেল ৩ টা এ রিপোর্ট লেখা পর্যন্ত বঙ্গোপসাগর থেকে নৌ-বাহিনী, কোস্টগার্ড ও বিজিবি সদস্যরা প্রথমে ১১ জনকে ও পরে আরো ১২ জন উদ্ধার করতে সক্ষম হয়। বাকি ৮৭ জন এখনও নিখোঁজ রয়েছে। তবে পরে উদ্ধার হওয়া যাত্রীরা ওই ট্রলারের যাত্রী কিনা তা নিশ্চিত করে বলতে পারেননি উদ্ধারকারী কোস্টগার্ডের এক কর্মকর্তা। উদ্ধার অভিযান এখনও চলছে বলেও জানান তিনি। উদ্ধার হওয়া যাত্রীরা হচ্ছে-মোঃ জোবায়ের (২০) পিতা-মোঃ ইয়াকুব গরাখালী মংডু,মোঃ মজিদ আলম (১৯) পিতা-মৃত আবদুর রশিদ বমু পাড়া মংডু,রহিমুল্লাহ (১৮) পিতা- মৃত শামশুল আলম মিস্ত্রি পাড়া শাহপরীরদ্বীপ,গিয়াস উদ্দিন (১৮) পিতা-মোঃ মুজিব কাটাবনিয়া সাবরাং,রশিদ আহমদ (৩০) মৃত আবদুর রহমান সাবরাং,মোঃ নুর (৩৫) পিতা-রমজান আলী লামা আলীকদম বান্দরবান,জমির হোছন (৩০) পিতা-আলী হোছন কুনা পাড়া শাহপরীরদ্বীপ,আযম (১৭) পিতা-মৃত আবদুস সালাম কুনা পাড়া শাহপরীরদ্বীপ,মোঃ রাইহান (৩০) পিতা-মোঃ হোছন হাবির ছড়া টেকনাফ,আবুল কালাম (২৬) পিতা-ফজল করিম হাবির ছড়া টেকনাফ,আবু বকর (২৫) পিতা-হোছন আহমদ বাজার পাড়া শাহপরীরদ্বীপ। উদ্ধার হওয়া ১১ জনকে প্রথমে বিজিবির হেফাজতে রাখার পর কোস্টগার্ডকে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। এর আগে গত ২৯ অক্টোবর রাতে সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া ঘাট ও শাহপরীর দ্বীপ এলাকা থেকে ১২৮ জন যাত্রী আরো একটি ট্রলার মালয়শিয়ায় যাওয়ার সময় সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরের বাইশ বাইন এলাকায় ডুবে যায়। ==
হায়রে মানুষ!!আবারো একটি ট্রলার ডুবে ৯৯ জন নিখোঁজ??
যারা নিখোঁজ ও সলিল সমাধী হয়েছেন তাদের পরিবার-পরিজনদের প্রতি আবারে গভীর সমবেদনা জানাচ্ছি।সে সাথে আদম পাচারকারী শক্তিশালী সিন্ডিটেক সদস্যদের গ্রেফতার পূর্বক দৃস্টান্ত মূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।প্রশাসন কি করছেন?জনগণ তার জবাব চাই।আমার মতে এরা প্রশাসনের অজানা কোন পাচারকারী নন।এদেরকে একবার গ্রেফতার করে আবার জামিন নিয়ে ছাড়িয়ে আনার মদদ পুস্টদের চিহ্নীত করার ও দাবি জানাচ্ছি।