এটি এন ফায়সাল… রাজধানীর পল্লবী থেকে ১ হাজার ৪৬০ পিস ইয়াবাসহ সুলতান নামে মসজিদের এক মুয়াজ্জিনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সুলতান পল্লবী থানার বায়তুল আমান কুয়েতি মসজিদের মুয়াজ্জিন।মঙ্গলবার রাতে মসজিদের পাশের কক্ষ থেকে তাকে আটক করা হয়। এসময় ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী সহকারী পুলিশ কমিশনার হাসান আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার থেকে আাপন ভাই সাইফুল সুলতানের কাছে ইয়াবা সরবরাহ করতো। সুলতান রাজধানীতে তার নিজস্ব সার্কেলে বিক্রি করতো।
সুলতানের দেওয়া তথ্যের বরাতে তিনি আরও জানান, সুন্দরবন, এসএ পরিবহনের মাধ্যমে ভাইয়ের মাধ্যমে সে ইয়াবা নিয়ে আসতো।
পরে আরেকটি পুথক অভিযানে রাজধানীর খিলক্ষেত থানাধীন বরুয়া দক্ষিণ ২২০পিস ইয়াবাসহ আফতাব মিয়া ওরফে আরিফ ও শাহীনকে আটক করা হয়।
Leave a Reply