হাফেজ মুহাম্মদ কাশেম … র্যাব—১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা নিয়ে দুই নারীসহ ৩ জন মাদককারবারীকে আটক করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত গাঁজাসহ ধৃতদের সদর থানায় সোর্পদ করা হয়েছে।
র্যাব—১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গাঁজা বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে ২১ ফেব্রুয়ারী (রবিবার) দুপুর ২টার দিকে র্যাব—১৫ এর চৌকষ একটি আভিযানিক দল কক্সবাজার সরকারী কলেজ গেইটস্থ ইত্যাদি রহিম ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে টেকনাফের হ্নীলা পূর্ব পানখালীর মীর কাশেমের পুত্র মোঃ ইসমাঈল (৪০), কক্সবাজার সদরের খরুলিয়া কোনারপাড়ার মোঃ মনসুর আলমের স্ত্রী কমলা বেগম (৩০) এবং ২০নং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক—এস—৩, বি/৫ এর বাসিন্দা মোঃ জাবেরের স্ত্রী নুর নাহারকে (৩২) একটি ব্যাগসহ আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশী করে ৬ কেজি গাঁজা পাওয়া যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত গাঁজাসহ ধৃতদের সদর থানায় সোর্পদ করা হয়েছে। ##
Leave a Reply