নিবন্ধিত ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করার ঘোষণা আসছে চলতি বছরেই।
এর মাধ্যমে এসব বিদ্যালয়ের এক লাখ তিন হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি জাতীয়করণ করা হচ্ছে। আগামী ২০১৩ সালের জানুয়ারি থেকে জাতীয়করণ কার্যক্রম শুরু হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন এতথ্য জানান।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে সার সংক্ষেপ পাঠানো হয়েছে। তারিখ ঠিক করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
আগামী ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ওইদিন ওসমানী স্মৃতি মিলনায়তনে দিবসটির উদ্বোধন করা হবে। পাশাপাশি আলোচনাসভাসহ অন্যান্য কর্মসূচি নেওয়া হাতে নেওয়া হয়েছে।
Leave a Reply