স্কুল, কলেজ ও মাদরাসায় ইন্টারনেট সংযোগের জন্য সংযোগসহ গ্রামীণফোনের ২০ হাজার পাঁচশ’ মডেম কিনবে শিক্ষা মন্ত্রণালয়। সীমসহ প্রতিটি মডেমের দাম পড়বে ৬৭৫ টাকা। এছাড়া মাসিক সংযোগ ফি থাকছে ৩১৭ টাকা।শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উন্মুক্ত টেন্ডারে জিতেই গ্রামীণফোন এ বিশাল পরিমান মডেম সরবরাহ করবে। সিটিসেলসহ আরো অনেকে অংশ নিয়েছিল টেন্ডারে।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক মো. নোমান উর রশীদ জানান, আগামী ৪ সেপ্টেম্বর রুপসী বাংলা হোটেলে দুপুর ১টায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি থাকবেন শিক্ষাসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও এটুআই প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক ও আইসিটি সচিব মো. নজরুল ইসলাম খান। এছাড়া গ্রামীণফোনের সিইও থাকবেন।
গ্রামীণফোনের সাথে মডেম সরবাহের চুক্তি স্বাক্ষর করবেন, এই প্রকল্পের পরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের কয়েকদিনের মধ্যেই মডেমগুলো সরবরাহ করবে গ্রামীণফোন।
এর আগে গত জুন মাসে টেশিসের সাথে চুক্তি স্বাক্ষর হয়েছিল ২০ হাজার পাঁচশ’ প্রতিষ্ঠানে ল্যাপটপ সরবরাহের জন্য।
Leave a Reply