হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ … ১৪ জন ক্ষুদে হাফেজ। এরমধ্যে একই পরিবারের সহোদর দুইভাইও রয়েছে। সৌভাগ্যবান এই শিশুদের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। সকলেরই বাড়ি হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নে। পড়ে লেদা ইবনে আব্বাস (রাঃ) মাদ্রাসায় হেফজ বিভাগে। পবিত্র কুরআন শরীফ পুরো মুখস্ত (হেফজ) সম্পন্ন করেছেন এই ১৪ জন সৌভাগ্যবান শিশু। মাদ্রাসার বার্ষিক সভায় লোকারণ্য অনুষ্টানে তাঁদেরকে পাগড়ী ও সনদ দেয়া হয়েছে। এনিয়ে অনুষ্টানে উপস্থিত তাদের গর্বিত পরিবার ছাড়াও উৎসুক জনতার আগ্রহ ছিল উল্লেখ করার মতো।
২৪ জানুয়ারী রবিবার সভার ২য় দিন বাদে মগরিব আনুষ্টানিকভাবে হাফেজগণকে পাগড়ী, সনদপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি হেফজ বিভাগের শিক্ষকগণকেও উপহার সামগ্রী দেয়া হয়েছে। পাগড়ী ও সনদপত্রপ্রাপ্ত ১৪ জন হাফেজগণ হলেন পশ্চিম সিকদারপাড়া হাফেজ মাওঃ ছাবের এর পুত্র হাফেজ মোহাম্মদ, পশ্চিম লেদা হাফেজ আবদুল্লাহর পুত্র হাফেজ আক্তার হোছাইন, লেদা জাহাঙ্গীর সওদাগরের পুত্র হাফেজ মোঃ সাদেক, জাদীমুরা নুর মোহাম্মদের পুত্র হাফেজ খাইর মোহাম্মদ, পশ্চিম লেদা আলী জওহারের পুত্র হাফেজ হাসান জওহার, রঙ্গীখালী গাজীপাড়া মোঃ হোছাইনের পুত্র হাফেজ ইব্রাহীম, পুর্ব লেদা মরহুম আবদুল খলিলের পুত্র হাফেজ মোঃ আরাফাত, জাদীমুরা মাওঃ এনায়তুল্লাহর পুত্র হাফেজ মোঃ আতাউল্লাহ, বড়ডেইল মাওঃ আহমদ হোছাইনের পুত্র হাফেজ হামেদ রায়হান, পশ্চিম লেদা জাহাঙ্গীর সওদাগরের পুত্র হাফেজ আবদুল্লাহ, পশ্চিম লেদা ইমাম হোছাইনের পুত্র হাফেজ ওমর ফারুক, পশ্চিম লেদা আবদুস শুক্কুর বাদশাহর পুত্র হাফেজ নাছের উদ্দিন, নয়াবাজার আবদুচ্ছালামের পুত্র হাফেজ শাহাব উদ্দিন, আলীখালী রশিদ আহমদের পুত্র হাফেজ নুরুল হাকিম। এরমধ্যে একই পরিবারের সহোদর দুইভাই রয়েছে। সৌভাগ্যবান পিতামাতার দুই ক্ষুদে হাফেজ হলেন লেদা গ্রামের বাসিন্দা লেদা টাওয়ার স্টেশনের সাদেক স্টোরের স্বত্বাধিকারী জাহাঙ্গীর সওদাগরের দুই শিশুপুত্র হাফেজ মোঃ সাদেক ও হাফেজ আবদুল্লাহ।
এদিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দ্বীনি শিক্ষা প্রতিষ্টান লেদা ইবনে আব্বাস (রাঃ) আল—ইসলামিয়া মাদ্রাসার ২দিন ব্যাপী ১৮তম বার্ষিক সভা ২৩ জানুয়ারী শুরু হয়ে ২৪ জানুয়ারী গভীর রাতে সম্পন্ন হয়। মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্টিত দুইদিন ব্যাপী সভার ১ম দিন শনিবার ২৩ জানুয়ারী বয়ান করেন মাওঃ আবুল কাসেম, মাওঃ তাইফুর রহমান, মাওঃ শোয়াইবুল ইসলাম তৌহিদী, মাওঃ আলমগীর আজিজ। রবিবার ২৪ জানুয়ারী ২য় দিন তকরীর পেশ করেন মুফতী হাফেজ মাওঃ আনোয়ার হোছাইন, মাওঃ রফিকুল ইসলাম, পটিয়া মাদ্রাসার সহকারী পরিচালক আল্লামা ওবাইদুল্লাহ হামজাহ, লোহাগাড়া রাজঘাট মাদ্রাসার মুহতমিম আল্লামা মুফতী হাবিবুল ওয়াহেদ, ঢাকা মিরপুর বায়তুসসালাম মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মুফতী জুনাইদ কাসেমী, জনপ্রিয় বক্তা আল্লামা ছৈয়দুল আলম আরমানী। স্টেজ পরিচালনায় ছিলেন মাওঃ হারুনুর রশিদ ও হাফেজ মাওঃ জুলফিকার মাহমুদ।
মাদ্রাসার প্রতিষ্টাতা পরিচালক (মুহতমিম) আলহাজ¦ মাওঃ ক্বারী শাকের আহমদ (০১৮৭৪৬২২৩৮০) জানান, প্রতিবছরই হেফজ বিভাগ থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিশু পবিত্র কুরআন শরীফ পুরো মুখস্ত (হেফজ) সম্পন্ন করে। বার্ষিক সভায় এদেরকে জনসম্মুখে পাগড়ী, সনদপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এবছর ১৪ জন শিশু পবিত্র কুরআন শরীফ পুরো মুখস্ত (হেফজ) সম্পন্ন করে। সুন্দর ও সুষ্টভাবে দুইদিন ব্যাপী ১৮তম বার্ষিক সভা সম্পন্ন হওয়ায় মহান আল্লাহুতা’য়ালার শুকরিয়া জ্ঞাপন করছি। ##
Leave a Reply