১৩ দফা নিয়ে সংসদে আলোচনা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী। এদেশ ‘কমিউনিস্টদের’ নয় মন্তব্য করে তিনি আরো বলেন, “এ দেশ আল্লাহর দেশ। যারা নাস্তিক তারা এ দেশ ছেড়ে চলে যান। আপনাদের স্থান এ দেশে হবে না। আপনারা আল্লাহর নেয়ামত পেতে পারেন না”।
শুক্রবার নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে অনুষ্ঠিত রেসালত সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আল্লামা শফী বলেন, “১৩ দফা দিয়েছি, সংসদ চলছে। নেত্রীকে [শেখ হাসিনা] বলছি আপনি এ নিয়ে সংসদে কথা বলুন।
“দ্বীন-ধর্ম না থাকলে দুনিয়াতে থেকে লাভ নেই। যতদিন বেঁচে থাকব ততদিন ধর্মের জন্য জেহাদ করব।”
‘নেত্রী’র জন্য মোনাজাত
মোনাজাতে আল্লামা শফী বলেন, “হে আল্লাহ তুমি নেত্রীকে [শেখ হাসিনা] কবুল কর। তাকে তৌফিক দান কর। যাতে তিনি আমাদের দাবি দাওয়া মেনে নিতে পারেন।’’
কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী তার বক্তৃতায় শান্তিপূর্ণ সমাবেশ করতে দেয়ার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন মদিনার সনদে দেশ চলবে। যদি মদিনার সনদে দেশ চলে তাহলে প্রথমে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে।
“কারণ ইসলাম নারী নেত্রীত্বকে হারাম বলেছে। দ্বিতীয়ত, আল্লাহর অবমাননাকারী নাস্তিকদের ফাঁসি দিতে হবে। মদিনার সনদ যদি মানেন, তাহলে আগে ১৩ দফা মেনে নিন।”
আগামী ৫ মে’র আগে তাদের দেয়া ১৩ দফা মেনে নিতে সরকারের প্রতি আহবানও জানান তিনি।
এদিকে সাভার ট্র্যাজেডি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া বক্তব্যের সমালোচনা করে তার পদত্যাগ দাবি করা হয় সমাবেশে।
রেসালত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের নায়েবে আমীর মহিবুল্লাহ বাবুনগরী, মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, যুগ্ম- মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রূহী, মাওলানা ইছহাক, মুফতি মুহাম্মদ শহীদুল্লাহ, মুজাফ্ফর আহামদ প্রমুখ।