হেলাল উদ্দিন…তিন সিনিয়র শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবৈধ কমিটি বাতিলসহ ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে আন্দোলনরত শিক্ষকরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পক্ষে স্থায়ী দাতা সদস্য সাবেক মেম্বার ছালেহ আহমদের অনুরোধে আজ ২৩ সেপ্টেম্বর থেকে সাময়িকভাবে ক্লাসে ফিরছেন।
টিচার্স কাউন্সিল সচিব মোস্তফা কামাল জানান, ২২ সেপ্টেম্বর দুপুরে কর্মবিরতী চলাকালে স্থানীয় গণমান্য ব্যক্তিদের পক্ষে বিদ্যালয়ের স্থায়ী দাতা ও সাবেক অভিভাবক সদস্য ছালেহ আহমদ মেম্বার স্কুলে এসে আন্দোলনরত শিক্ষকদের দাবী আদায়ের প্রতিশ্র“তি দিয়ে শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে শিক্ষকদের ক্লাসে ফেরার আহবান জানান। তাঁর আহবানে সাড়া দিয়ে শিক্ষকরা স্কুল প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে নিজেদের ব্যবস্থাপনায় সাময়িকভাবে ক্লাসে ফেরার জন্য সম্মত হন। সে অনুযায়ী আজ থেকে শিক্ষকরা ক্লাসে ফিরছেন।
প্রসঙ্গত: হ্নীলা হাই স্কুলের শিক্ষকরা ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে ১৯ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য ফের কর্মবিরতী শুরু করেছিল।
গত বছরের অক্টোবর মাস থেকে অবৈধ কমিটি গঠনকে কেন্দ্র করে দীর্ঘ ১০ মাস ধরে অচলাবস্থার এক পর্যায়ে বিগত গত ১ সেপ্টেম্বর কমিটি-শিক্ষক-অভিভাবকদের মধ্যে ৮ দফা সমঝোতা হলে শিক্ষকরা ক্লাসে যোগ দেয়। সমঝোতা অনুযায়ী শিক্ষক পক্ষের করণীয় বিষয়গুলো যথাযথ সম্পন্ন করা হলেও কমিটি পক্ষ তাঁদের করণীয় বিষয়গুলো সম্পন্ন না করে উল্টো এক শিক্ষককে অব্যাহতি দিয়ে পাঠদান ও সহ-পাঠদান কার্যক্রমে দায়িত্ব পালন করতে গিয়ে আক্রোষের বশবর্তী হয়ে অন্যান্য শিক্ষকদের যাচ্ছেতাই রূঢ় ব্যবহার, হেনেস্তা, শ্রেণী কক্ষে অযাচিত হস্তক্ষেপ, হেয়প্রতিপন্ন ও হয়রানী করা অভিযোগ তুলে শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতী কর্মসূচী গ্রহণ করে।
Leave a Reply