তারেক রহমান রাসেল,হ্নীল…টেকনাফের হ্নীলায় বাড়ি যাওয়ার পথে উত্তর শাখা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও সংরক্ষিত মহিলা আসন-(৭,৮ও৯) ওর্য়াড মেম্বার মদিনা আকতারের স্বামী আবছার কামাল ছিদ্দিকীকে এলাকার ত্রাস ও ইয়াবা গডফাদার কর্তৃক পরিকল্পিতভাবে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়ন বিএনপি,যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ। উক্ত বিক্ষোভ মিছিলে বিএনপি নেতাকে হামলা চেষ্টাকারীদের অবিলম্বে গ্রেফতারের জন্য আইন প্রয়োগকারী সংস্থার প্রতি জোর দাবী জানানো হয় ।
২ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে সীমান্ত জনপদ টেকনাফ উপজেলার হ্নীলা বাসস্টেশনে দক্ষিণ শাখা বিএনপি নেতা আবছার কামাল ছিদ্দিকীকে লেদা এলাকার ত্রাস ও ইয়াবা গডফাদার মৃত কাশেমের পুত্র নুর মোহাম্মদ ও নুরুল হুদা গং কর্তৃক হত্যা চেষ্টার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলটি বাসস্টেশনের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চৌরাস্তা মোড়ে পথ সভায় মিলিত হয়। হ্নীলা উত্তর শাখা বিএনপির আহবায়ক- আবছার কামাল নোবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দক্ষিণ শাখা বিএনপির আহবায়ক- নুরুল আমিন চৌধুরী, উপজেলার শ্রমিক দল সভাপতি- মোক্তার আহমদ দল্লা,হোয়াইক্যং দক্ষিণ বিএনপির যুগ্ন আহবায়ক-আবু ছিদ্দিক,বিএনপি নেতা নবী হোছন, উত্তর যুবদলের আহবায়ক- রফিকুল আলম চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক- তারেক রহমান রাসেল,নাছির উদ্দিন,যুবদলের যুগ্ন আহবায়ক-হেলাল উদ্দিন,হোছাইন মোহাম্মদ আনিম,মুরাদ হোসেন চৌধুরী,দক্ষিণ শাখা ছাত্রদলের আহবায়ক-রিদুয়ান, ছাত্রনেতা-মোঃ ইসমাইল,আবুল খাইর,মোঃ হারুন,হামিদ হোছাইন,আবেদ হোসেন বোরহান,শফিউল আলম,মোঃ আলম আবু,আলমগীর সালাম পুলক,মোঃ করিম.মোক্তার হোসেন,মোঃ আলম শাহীন,আব্দুল্লাহ,হাবিব,জামাল ,আতা উল্লাহ প্রমুখ। সভায় বক্তারা বিএনপি নেতাকে হত্যা চেষ্টাকারীদের অবিলম্বে গ্রেফতার করার জন্য আইন প্রয়োগকারী সংস্থার প্রতি জোর দাবী জানানোর পাশাপাশি আগামী ৪সেপ্টেম্বর বিশাল প্রতিবাদ সমাবেশের কর্মসুচী ঘোষণা করা হয়েছে। #
Leave a Reply