মুহাম্মদ জাহাঙ্গীর আলম,টেকনাফ ***
টেকনাফের হ্নীলায় শবেবরাতে গভীর রাতে দোকান-পাটে দূর্ধষ চুরির ঘটনা ঘটেছে। উক্ত ষ্টেশনে বার বার দোকান লুটপাটের ঘটনা ঘটলেও মার্কেট মালিক ও বাজার পরিচালনা কমিটির কারো মাথাব্যথা না থাকায় জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানাযায়-২৫জুন ভোররাতে টেকনাফের হ্নীলা বাসস্টেশনের নিউ মার্কেটে দূর্ধষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল কৌশলে মার্কেটে ঢুকে আমান উল্লাহ সওদাগরের মুদির দোকান, গারাঁঙ্গিয়া ষ্টোর, আল হোসাইন ষ্টোর ও সাদ্দাম ষ্টোরের তালা কেটে প্রবেশ করে নগদ টাকা,মালামাল নিয়ে যায়। আমানউল্লাহ সওদাগরের কর্মচারী জানান-মাল বিক্রির ১লাখ ৩০হাজার টাকা ও মসজিদের একটি দান বক্স নিয়ে যায়। আল হোসাইন ষ্টোর থেকে ৩টি বডি ¯েপ্র, ২টি সেন্ট, জিন্সের প্যান্ট ৫টি নিয়ে যায়। সাদ্দাম ও গারাঁঙ্গিয়া ষ্টোরের তালা কাটলেও ভেতরে তালা থাকায় মালামাল নিতে পারেনি। ভূক্তভোগীরা বলেন-বাজার কমিটির নিয়োগকৃত নাইট গার্ডদের বিদায় করে নতুন নিয়োগ করা হলে হ্নীলা ষ্টেশনে দোকান ও মার্কেট চুরি কমে আসবে বলে আশা প্রকাশ করেন। এর আগেও মোস্তাক সওদাগরের দোকান হতে ৪লক্ষাধিক এবং নির্মল ধরের শাড়ি বিতান দোকান হতে ২লক্ষাধিক টাকা, সিকদারের ক্রোকারিজের দোকানে দূধর্ষ চুরির ঘটনা ঘটলেও হ্নীলা বাসস্টেশন সংশ্লিষ্ট মার্কেট মালিক ও বাজার পরিচালনা কমিটির কারো মাথাব্যথা না থাকায় সাধারন ব্যবসায়ী ও দোকান মালিকদের মধ্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।########