হুমায়ুন রশিদ… টেকনাফের আন্তঃ হ্নীলা-হোয়াইক্যং ফ্রেন্ডশীপ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে । উক্ত খেলায় ফুলের ডেইল অছি উল্লাহ স্মৃতি সংসদ ২-০গোলে জয়ী হয়ে শিরোপা অর্জন করে ।সুত্র জানায়-১৫জুলাই বিকাল ৪টায় টেকনাফের হ্নীলা হাইস্কুলের খেলার মাঠে আয়োজিত আন্তঃ হ্নীলা-হোয়াইক্যং ফ্রেন্ডশীপ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ফুলের ডেইল অছি উল্লাহ স্মৃতি সংসদ বনাম মগপাড়া নাইন সেটের মধ্যে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ১মার্ধে ২৩মিনিটের মাথায় ফুলের ডেইল অছি উল্লাহ স্মৃতি সংসদ দলের মোস্তফা মাহমুদের দেওয়া গোলে এগিয়ে যায়। মধ্য বিরতির পর ২য়ার্ধের খেলায় ফরহাদ ২য় গোল করে দলকে জয়ের আলো দেখায় । প্রতিপক্ষ গোল পরিশোধে মরিয়া হয়েও কোন গোল করতে পারেনি। এরপর খেলার শেষ বাঁশি বেজে উঠলে আনন্দে উদ্বেলিত সমর্থকেরা মাঠে নেমে আসে। ফুলের ডেইল অছি উল্লাহ স্মৃতি সংসদ ২-০গোল ব্যবধানে জয়ী হয়ে শিরোপা অর্জন করে। পুরষ্কার বিতরণ উপলক্ষে এক পুরষ্কার বিতরণী সভা প্রবীণ মুরুব্বী ও ক্রীড়া ব্যক্তিত্ব রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা আদর্শ সরকারী প্রাইমারী স্কুল পরিচালনা কমিটির সভাপতি- রাশেদ মাহমুদ আলী,বিশেষ অতিথি ছিলেন-হ্নীলা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোফাজ্জল হক । এছাড়া উপস্থিত ছিলেন-আব্দুস সালাম,মুফিজুর রহমান,নুরুল হোছাইন আজাদ,মফিজুর রহমান,বাবু ম্বেত লাল চন্দ্র দাশ, নুরুল আজিম সোহেল প্রমুখ। উক্ত খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছে মোস্তফা মাহমুদ, শ্রেষ্ঠ গোলদাতা নির্বাচিত হয়েছে ফরহাদ এবং শ্রেষ্ঠ গোল রক্ষক মোহাম্মদ আমিন। #########
Congresuletion