শামসুল আলম শারেক,টেকনাফ।
আন্তঃ টেকনাফ উপজেলা গুহাফা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে হ্নীলা প্রি-ক্যাডেট স্কুল অভাবনীয় সাফল্য অর্জন করেছে। ২ ট্যালেন্টপুল, ২ সাধারণসহ উপজেলার সর্বোচ্চ বৃত্তি লাভ করেছে স্কুলটি অতীতের ধারাবাহিক গৌরবময় সাফল্য ধরে রাখতে সক্ষম হয়েছে। গত ২১ ডিসেম্বর আন্তঃ উপজেলা গুহাফা বৃত্তি পরীক্ষায় ৪র্থ শ্রেণী থেকে অংশগ্রহণ করে আবু বকর আল মিজান প্রথম ট্যালেন্ট, সিরাতুল মুনতাহেনা নোমা দ্বিতীয় ট্যালেন্ট, নয়রিন সুলতানা সাথী ও আল মুহাম্মদ শাকিব সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে উপজেলা ওয়ারী প্রথম স্থান অধিকার করেছেন। এছাড়া অতীতেও সরকারী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শত ভাগ সাফল্য ও বিভিন্ন বেসরকারী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে স্কুলটি ধারাবাহিক সাফল্য লাভ করে আসছিল। স্কুলের এ ধারাবাহিক সাফল্য অর্জনে অভিভাবক, সচেতন মহল ও সুশীল সমাজের লোকজন সংশি¬ষ্ট পরিচালনা কমিটি ও শিক্ষক মন্ডলীদের সাধুবাদ জানিয়েছে। এতে করে শিক্ষার হারে পিছিয়ে থাকা এ টেকনাফ উপজেলাটি শিক্ষার হার বাড়াতে এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেছেন। ####