হেলাল উদ্দিন,টেকনাফ।হ্নীলা ইউনিয়নের রাখাইনদের ঐতিহ্যবাহী পুরাতন সেনপ্র“ ক্যাংয়ের মূল্যবান গাছপালা চুরি করে নিয়ে যাচ্ছে স্থানীয় একটি কাঠচোরের দল। একচোরকে হাতে-নাতে আটক করে দেওয়ার পরও ছেড়ে দেওয়ায় জনমনে ুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এই মন্দিরটি রায় আইন প্রয়োগকারী সংস্থাসহ সকলের সহায়তা কামনা করেছেন সংশ্লিষ্ট কর্তৃপ।
খোঁজ নিয়ে জানাযায়-গত ২৩জুন ভোরে টেকনাফের হ্নীলাস্থ উলুচামরী এলাকার মৃত নজির আহমদের পুত্র ইব্রাহীম, আশ্রয়ন কেন্দ্র এলাকার ছৈয়দ আহমদের পুত্র মোঃ সেলিম সেনপ্র“ ক্যাংয়ের মূল্যবান কাঠ চুরি করে নেওয়ার সময় পাহারাদার ধাওয়া করে ইব্রাহীমকে আটক করে। এরপর ক্যাং সংশ্লিষ্ট লোকজন ধৃত কাঠচোরকে হ্নীলা ইউনিয়ন পরিষদে সোর্পদ করলেও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা কোন শাস্থিমূলক পদপে না নিয়ে ছেড়ে দেয়। এরপর মন্দিরের কাঠ চোরেরা আরো বেপরোয়া হয়ে উঠে। উলুচামরী, হামজারছড়া, আশ্রয়ন কেন্দ্র এলাকার কতিপয় কাঠচোর নানা কৌশলে এই মন্দিরের পুরাতন মূল্যবান কাঠ চুরি করে নিয়ে যাচ্ছে। মৃত মীর আহমদ বলির পুত্র আব্দুল্লাহর বাড়িতে একটি মন্দিরের কাঠ রদ্দা রয়েছে বলে পাহারাদার দাবী করেন। এসব মন্দিরের কাঠচোরদের ব্যাপারে টেকনাফ থানায় একটি মামলা থাকলেও আইন প্রয়োগকারী সংস্থার অভিযান থমকে যাওয়াই কাঠচোরের দল এবার দিনে-দুপুরে মন্দিরের কাঠ চুরির অপতৎপরতা চালাচ্ছে। উক্ত ক্যাং পরিচালনা কমিটির লোকজন ঐতিহ্যবাহী এই ক্যাংটি রায় সর্বস্তরের জনসাধারনের সহায়তা কামনা করেছেন। ########################