সাদ্দাম হোসাইন, হ্নীলা ॥ টেকনাফ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এইচএম ইউনুচ বাঙ্গালী বলেছেন, ‘তরুণ প্রজম্মই আগামী দিনের দেশের ভবিষ্যত। তরুণ প্রজম্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গড়ার কাজে নিজেদের আত্ম নিয়োগ করতে হবে। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া চর্চ্চা মানুষকে সত্য ও ন্যায়ের পথে চলতে শেখায়।’ তিনি ১১ মে বিকাল ৪টায় হ্নীলা হাই স্কুল মাঠে হ্নীলা পূর্ব সিকদার পাড়ার উদ্যোগে আয়োজিত ‘হ্নীলা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ছাত্রলীগ নেতা ও সংবাদকর্মী মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সংবাদকর্মী হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাহমুদ হোসেন সোহেল, টুর্ণামেন্ট সদস্য সিরাজুল ইসলাম মাংগু, আনোয়ারুল ইসলাম নয়ন, মোহাম্মদ ইসমাইল, আবেদ হোসেন বোরহান, এহসানুল হক মিলন প্রমূখ। অনুষ্ঠান শেষে হ্নীলা নবজাগরণ ফুটবল একাদশ বনাম মৌলভীবাজার ফুটবল একাদশের মধ্যকার খেলায় নবজাগরণ সংসদ মৌলভীবাজারকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে।
###############