কক্সবাজারের দুই ইয়াবা ব্যবসায়ীসহ ৩ জন চট্টগ্রাম শহরের পাহাড়তলীর সিটি গেট এলাকা থেকে ৫ হাজার ইয়াবা বড়িসহ আটক হয়েছে। ইয়াবা বড়ি বহনকারী একটি ট্রাকসহ তাঁদের রোবরার মাঝ রাতে আটক করা হয়। আটককৃতরা হল-আবুল হোসাইন (২৯), সাইফুল ইসলাম (২০) ও নেছার আহম্মদ (১৮)। তাঁদের মধ্যে হোসাইন কক্সবাজার-এর টেকনাফের দক্ষিণ হ্নীলা গ্রামের জাফর আলমের ছেলে। সাইফুল উখিয়ার জালিয়া পালং এলাকার জামাল হোসেন এবং নেছার চাঁদপুরের হাজীগঞ্জ এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
জানা যায়, ট্রাকে ইয়াবা বড়ি নিয়ে তাঁরা কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিলেন।