নিজস্ব প্রতিনিধি,টেকনাফ।
টেকনাফের হ্নীলায় প্রতিবেশী পরিবারের সাথে কথা কাঁটাকাটির জেরধরে ১মহিলা প্রহৃত হয়ে উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অভিযোগে জানাযায়-গত ২২ জানুয়ারী দুপুর সাড়ে ১২টারদিকে টেকনাফের হ্নীলা উলুচামরী এলাকার হামজারছড়া এলাকার মৃত ছৈয়দ আলমের স্ত্রী নুর জাহানের সাথে প্রতিবেশী নুরুন্নবী প্রকাশ ভেক্কার স্ত্রী খতিজা বেগম (২৭) এর কথা কাটা কাটি হয়। এরই জেরধরে মৃত ছৈয়দ আলমের পুত্র বাদশা মিয়া-(২৭) খতিজা বেগমকে বেদম প্রহার করে মারাতœক জখম করে। স্থানীয় লোকজন উক্ত গৃহবধুকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা সদর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে অভিযুক্ত বাদশা মিয়ার সাথে যোগাযোগ করা হলে বলেন- ঐ মহিলা অতিরঞ্জিত গালমন্দ করার কারনে সংঘর্ষের ঘটনা ঘটে। ########################