মুহাম্মদ জাহাঙ্গীর আলম,টেকনাফ (টেকনাফ নিউজ ডটকম)-
দীর্ঘদিন ধরে টেকনাফ বাসস্টেশনে শ্রমিক নেতা নামধারী চিহ্নিত কতিপয় চাঁদাবাজ হ্নীলা-হোয়াইক্যংয়ের সিএনজি চালক ও শ্রমিকদের কাছ থেকে নামে-বেনামে চাঁদা আদায় করে আসছে। এসবের প্রতিকার চেয়ে স্থানীয় ইউএনও এবং এমপির হস্তক্ষেপ কামনা করা হলেও কোন প্রতিকার পায়নি। বরং চাঁদা আদায়ের হার আরো বেড়ে যাওয়ায় হ্নীলা-হোয়াইক্যংয়ের সিএনজি চালক,শ্রমিকরা নিরুপায় হয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করেছে। শেষ সুরাহা না হওয়া পর্যন্ত এ লাগাতার কর্মবিরতি অব্যাহত থাকবে বলে ঘোষনা করা হয়।
সুত্র জানাযায়-৩ডিসেম্বর সকাল হতে টেকনাফ উপজেলার হ্নীলা-হোয়াইক্যং সড়কের সিএনজি মালিক,চালক ও শ্রমিকেরা কর্মবিরতি শুরু করে। টেকনাফ বাসস্টেশনের শ্রমিক নেতা নামধারী সভাপতি-ইসমাঈল ও সেক্রেটারী কামালের নেতৃত্বে একদল চাঁদাবাজ প্রতি গাড়ি হতে ৩০টাকা হারে চাঁদা আদায় করে আসছে। এরই মধ্যে টেকনাফ সিএনজি সমিতিতে সদস্য ভর্তির নামে ২৩৫জনের কাছ থেকে ৫শ টাকা করে হাতিয়ে নেয়। আবার নতুন করে ২হাজার টাকা করে চাঁদা দাবি করলে না দেওয়ায় ৫জন শ্রমিককে ব্যাপক মারধর করে। এরপর হ্নীলা-হোয়াইক্যংয়ের মালিক-শ্রমিকেরা ইউএনও বরাবরে একটি আবেদন করে। ইউএনও অভিযুক্তদের ডাকলেও কালক্ষেপন করে দিন পার করে দেয়। এ কর্মবিরতির ঘটনা অব্যাহত থাকায় বিভিন্ন স্থানে গমনকারী সাধারন মানুষের ভোগান্তির অন্ত ছিলনা। বিষয়টি দ্রুত সমাধানের স্থানীয় সচেতনমহল এমপি ও আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন। ################
Leave a Reply