জসিম উদ্দিন টিপু, টেকনাফ।
=হ্নীলায় শেড সৌহর্দ্য কর্মসুচী উদ্যোগে সমন্বিত বসত বাড়ির উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে। সুত্র জানায়, ২৩ জুন সকাল ১০টায় নাইক্ষ্যংখালী গ্রামের ৩০ জন দরিদ্র ও অতি দরিদ্র নারী-পুরুষকে বাংলাদেশ সরকার, ইউএসআইডির আর্থিক সহায়তায় কেয়ার বাংলাদেশের কারিগরি সহায়তায় শেডের উদ্যোগে বাস্তবায়িত কর্মসুচীর অংশের ২য় ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। উক্ত কর্মশালা সমন্বিত বসত বাড়ির উন্নয়নের উপর প্রক্ষিণার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন- উপজেলা সিনিয়র প্রাণী সম্পদ কর্মকর্তা একে.এম. হুমায়ুন কবির, উপ সহকারী কৃষি কর্মকর্তা শেখ জালাল উদ্দিন, ফিল্ড সুপার ভাইজার মুহাম্মদ শরিফ, ফিল্ড ফেসিলিটেটর দুলাল কান্তি দাস, সিএবি নুরুল আমিন, মরিয়ম বেগম, নাইক্ষ্যং খালী গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি সোলতান আহমদ, ক্যাশিয়ার মেপ্রি মং, জন্নাতুল ফেরদৌস, মাহফুজ, জরিনা, বেগম বাহার, জাহেদা বেগম প্রমুখ। উল্লেখ্য আগামী ২৬ জুন পর্যন্ত মৌলভী বাজার এলাকার দরিদ্র অতি দরিদ্র নারীদের সমন্বিত বসত বাড়ির উন্নয়নের উপর গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দেওয়া হবে। #######