শামশুল আলম শারেক, ….টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৩ ও ৪নং ওয়ার্ডর সরকারের ৩৫ নং লাইসেন্সধারী খুচরা সার ডিলার আনোয়ার হোসেন মঞ্জুকে তার বরাদ্ধ পাওয়ার সার দিচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি। সরকারের সার মনিটরিংয়ের নিয়ম অনুযায়ী খুচরা ডিলাদের সার আসে বিসিআইসি ডিলারের কৌটায়। সে হিসেবে হ্নীলা ইউনিয়নের ৩ ও ৪নং ওয়ার্ডের সরকারের লাইসেন্সধারী খুচরা সার ডিলার আনোয়ার হোসেন মঞ্জুর বরাদ্ধ পাওয়া সার গুলো এসেছে বিসিআইসি সার ডিলার এম.এ. হোসেন ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মৌলভী ইলিয়াছের গোদামে। আনোয়ার হোসেন মঞ্জু অভিযোগ করে জানান- গত ৩ টার্ম বিসিআইসি সার ডিলার মৌলভী ইলিয়াছ কারসাজি করে চোরাকারবারীদের দেয়ার কুমানসে খুচরা ডিলারকে সার দিচ্ছে না। এ নিয়ে খুচরা সার ডিলার (কৃষক) আনোয়ার হোসেন মঞ্জু উপজেলা নির্বাহী আ.ন.ম, নাজিম উদ্দিনের দু’দফা অভিযোগ দিয়েছে। অভিযোগের ভিত্তিতে নির্বাহী অফিসার খুচরা ডিলারকে যাচাই বাছাই পূর্বক প্রয়োজনীয় সার সরবরাহ দিতে নির্দেশ দিলেও তা উপেক্ষিত। খুচরা সার ডিলার আনোয়ার হোসেন গত ২০ জুলাই বিসিআইসি সার ডিলার মৌলভী ইলিয়াছের কাছে সারের জন্য গেলে তিনি ২১ জুলাই সার বিতরণের সময় সার দেবেন বলে কথা দেয়। কিন্তু ২১ জুলাই সারের জন্য গেলে দুই জন উপ-সহকারী কৃষি অফিসার ও বিজিবি পরিদর্শক বার বার সার দিতে অনুরোধ করলেও তিনি সার দেননি। অথচ তার বিরুদ্ধে যারা চাষাবাদ করেনি এবং মিয়ানমারে সার পাচার করে এ সমস্ত চোরকারবারীদের সার বিক্রি করার অহরহ অভিযোগ রয়েছে। এমতাবস্থায় খুচরা ডিলারের সার গুলোও চোরকারবারীদের দেয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ ব্যাপারে বিসিআইসি সার ডিলার মৌলানা ইলিয়াছের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নিতে এলাকার প্রকৃত কৃষক সমাজের দাবী। ##
Leave a Reply