মুহাম্মদ ছলাহ্ উদ্দিন, টেকনাফ ॥
টেকনাফের হ্নীলা কেন্দ্রীয় কালি মন্দির ‘বাণী অর্চণা পরিষদের’ কমিটি গঠিত হয়েছে।
জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে মন্দির প্রাঙ্গনে বাবু সুমন পালের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিষদের এক সভায় মিঠুন চক্রবর্তীকে সভাপতি, পলাশ শর্মাকে সম্পাদক ও আনন্দ দাশকে সাংগঠনিক সম্পাদক করে ২০১৩ সালের জন্য ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরিষদের অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি শরণ শর্মা মুন্না, সহ-সম্পাদক শিমু পাল, অর্থ সম্পাদক রাজু পাল, সহ-অর্থ সম্পাদক দূর্লভ মল্লিক, সহ-সাংগঠনিক সম্পাদক কমল শর্মা, সাংস্কৃতিক সম্পাদক সাত্বিক দাশ, সহ-সাংস্কৃতিক সম্পাদক দূর্জয় মল্লিক প্রচার সম্পাদক শাওন দাশ গুপ্ত জন। সভায় মাস্টার প্রবাল শর্মা, উত্তম ধর, বিষ্ণু দাশ গুপ্ত, সুমন পাল, সুজন দাশ গুপ্ত, পরীক্ষিত শর্মা, সুজন ধর, নিকাশ দাশ, শ্রীনিবাস দাশ, সুমন ধর, যজ্ঞেশ্বর দাশ, ভক্ত দাশ, শিদুল দাশ ও সুমন শর্মাকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাস্টার,শ্বেতলাল চন্দ্র দাশ, মাস্টার সুপ্লপ পাল, মাস্টার বিপুল পাল প্রমূখ।
#################