জসিম উদ্দিন টিপু=হ্নীলায় আর্সেনিক মুক্ত- নিরাপদ পানি ব্যবহারে সচেতনতা বৃদ্ধি করণ ১ দিনের কর্মশালা সম্পন্ন হয়েছে। জানাগেছে, ২৩ জুন সকাল ১০টায় হ্নীলা ইউনিয়ন ওয়াটসন কমিটির সভা পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান মাষ্টার মীর কাশেমের সভাপতিত্বে অনুষ্টিত হয়। ফুলের ডেইল জামে মসজিদের ইমাম মাওলানা জাকারিয়ার কোরআন তেলাওয়াত ও কেয়ারের কমিউনিটি ফেসিলিটেটর জানে আলমের উপস্থপনায় অনুষ্টিত ওযাটসন কমিটির সভায় স্বাগত বক্তব্য রাখেন- শেড সৌর্হাদ্য প্রোগ্রামের ফিল্ড ফেসিলিটেটর রুহুল কাদের। কর্মশালা আলোচনা করেন, ইউপি চেয়ারম্যান মাষ্টার মীর কাশেম, ইউপি সদস্য আবুল হোছন, আলী আহমদ, হোছাইন আহমদ, মাষ্টার এরশাদুর রহমান, কেয়ারের জীবক বড়–য়া, শেডের সি.এফ. টিপু বড়–য়া প্রমুখ। নিরাপদ পানি পান করুন, দূষিত পানি বর্জন করুন, স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার করুন, খোলা লেট্রিন বন্ধ করুন এতদ বিষয়ের সুফল ও কুফলের উপর আলোচনা করা হয়। #########
হ্নীলা ইউনিয়ন দুযোর্গ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত
জসিম উদ্দিন টিপু, টেকনাফ।
হ্নীলা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত হয়েছে। গত ২৩ শে জুন সকাল সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদ কার্য্যলয়ে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থপনা কমিটির ত্রৈমাসিক সভা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান মাষ্টার মীর কাশেমের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এনজিও সংস্থা শেডের প্রতিনিধি রুহুল কাদেরের পরিচালনায় উক্ত সভায় ৩৬ জন সদস্য বিশিষ্ট কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ঘুর্ণিঝড় সম্পর্কে আলোচনা, ইউডিএনসির সদস্যদের দায়িত্ব ও কর্তব্যের উপর আলোচনা করা হয়। দুর্যোগে যাতে হ্নীলা ইউনিয়নের মানুষের জান ও মালের ক্ষতি না হয় বৈঠকে সে ব্যাপারে সকলকে এ্যালার্ট থাকতে বলা হয়। ওয়ার্ডের মেম্বারগণ যেহেতু নিজ নিজ ওয়ার্ডের দুর্যোগ ব্যবস্থপনা কমিটির সভাপতি সেহেতু দুর্যোগের আগে থেকে ওয়ার্ডে অবস্থিত আশ্রয়কেন্দ্র সব সময় প্রস্তত রাখার উপর গুরুত্বারোপ করেন ইউপি চেয়ারম্যান। ###############