শামসুল আলম শারেক…টেকনাফের হ্নীলার নাটমোরা পাড়া এলাকায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষে ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। তবে ঘটনা নিয়ে দু’পক্ষের পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও উভয়পক্ষের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে ফুলের ডেইল গ্রামের জাফর হাজীর পুত্র শহীদুল ইসলাম বাদশা দলবল নিয়ে দেড় কিলোমিটার দক্ষিণে নাটমোরা পাড়া ষ্টেশনে গিয়ে এক দোকানে বসা ওই এলাকার মৃত হাজী রহিম উদ্দিনের পুত্র আবছার উদ্দিনের (১৯) কাছে পাওনা টাকা ফেরত নিতে গেলে তুমুল বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আবছার উদ্দিনের আত্মীয়-স্বজনরা ঘটনাস্থলে আসলে উভয়পক্ষের মাঝে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয়পক্ষের মধ্যে ফুলের ডেইল গ্রামের জাফর হাজীর পুত্র বাদশাহ (৩৫), নুরুল আলমের পুত্র নুরুল আবছার (২২) এবং নাটমোরা পাড়া গ্রামের মৃত হাজী রহিম উদ্দিনের পুত্র আবছার উদ্দিন (১৯), আবদুল হকের পুত্র মোঃ রফিক (২৩) ও মৃত আবদুলুর পুত্র মোঃ রফিক (১৬) আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে টেকনাফ সদর হাসপাতালে প্রেরণে করে।
এদিকে আবছার উদ্দিনের বড় ভাই জালাল উদ্দিন সওদাগর জানান, ইয়াবা লেনদেন নিয়ে এ ঘটনা ঘটে। অপরপক্ষে বাদশাহর ভাই শাহজাহান জানান, ইয়াবার লেনদেন নয়, পওয়ানা টাকা চাইতে গিয়ে এ ঘটনা ঘটে।
######################
শামসুল আলম শারেক,
টেকনাফ ॥
মোবাইল নং-০১৮১৪-৪৭৬৩৩৪
Leave a Reply