হেলাল উদ্দিন, টেকনাফ ॥
টেকনাফের হ্নীলায় ডিস্ট্রিবিউটর ফোরামের উদ্যোগে ডেসটিনি’র যুগপুর্তি উৎসব পালিত হয়। এ উপলক্ষ্যে শনিবার সকাল ১০টায় হ্নীলা ষ্টেশনস্থ কেফায়েত উল্লাহ মার্কেটের কনফারেন্স রুমে ফোরাম আহবায়ক তকি ওসমানের সভাপতিত্বে ডেসটিনির যুগপুর্তি উৎসব অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত যুগপুর্তি উৎসবে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ডিস্ট্রিবিউটর আবদুল্লাহ আল খালেদ, মাস্টার খাইরুল আমিন, আবুল কালাম, মোঃ ইসমাইল, মাস্টার মোস্তফা কামাল, মোস্তাক আহমদ সাকী প্রমূখ।
উৎসবে আগত ডিস্ট্রিবিউটররা ‘ডেসটিনির কোম্পানী বা তার কোন কর্মকর্তা দ্বারা কোন রকম প্রতারিত ও ক্ষতিগ্রস্থ হয়নি’ মর্মে অভিমত ব্যক্ত করে ডেসটিনিকে ‘সর্বনাশের হাত থেকে রক্ষা করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সহানুভূতি কামনা করেন।
#####################