হুমায়ুন রশিদ,…টেকনাফের হ্নীলায় ঘাতকদের হাতে নির্মমভাবে খুন হওয়া মজিদিয়া মাদ্রাসা ছাত্রের লাশ জানাজা শেষে দাফন করা হয়েছে। পুলিশ হত্যা রহস্য উদঘাটনের জন্য ৪কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।সুত্রে জানাযায়-২২সেপ্টেম্বর ভোররাতের মৃত মাষ্টার সিকান্দরের পুত্র সিকান্দর মোহাম্মদ সোহাগ(১৩)এর হত্যা রহস্য উদঘাটনের জন্য টেকনাফ থানা পুলিশ পুরানতন বাজার এলাকার বাদশা মিয়ার পুত্র রফিক,শমসুল আলমের পুত্র রিফাত, মৃত নুরুল ইসলামের পুত্র মুন্না ও ডাঃ ইউছুপ আলী ভূঁইয়ার কর্মচারী আব্দুল্লাহকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে তথ্য বের করার চেষ্টা চালিয়ে যাচেছ। অপরদিকে বিকাল ৩টায় নিহত সোহাগের লাশ পোস্টমর্টেম শেষে নিজ শিক্ষা প্রতিষ্ঠান শাহ মজিদিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে জবলে মসজিদ গোরস্থানে দাফন করা হয়। জানাজায় অংশ নেওয়া হাজারো মুসল্লি নৃশংস এ হত্যাকান্ডের নিন্দা জানিয়ে অবিলম্বে প্রকৃত খুনীদের বের করার জন্য পুলিশের সহায়তা কামনা করেন। মজিদিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান ইউনুছ বাঙ্গালী বলেন-এ মাদ্রাসার ছাত্র নৃশংসভাবে খুন হওয়া খুবই দুঃখজনক। যারা এ নিষ্পাপ শিশু হত্যা কান্ডের সাথে জড়িত ; অবিলম্বে তাদের খুঁজে বের করার জন্য আমি সংশ্লিষ্টদের সহায়তা কামনা করছি। আগামীতে এ জাতীয় দূঘর্টনা এড়াতে অভিভাবকদের সজাগ থাকার আহবান জানাচিছ। নিহতের বড় ভাই বলেন-আমার ভাইয়ের সুবিচার চাই কিন্তু এ হত্যাকান্ড নিয়ে কোন নিরীহ মানুষ হয়রানির সম্মুখীন হয় কি না তাও মাথায় রাখতে হবে।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) স্বপন কুমার মজুমদার জানান-নৃশংস এ হত্যাকান্ডের ক্লু বের করতে পুলিশ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচেছ। সন্দেহভাজন আটক বন্ধুদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে প্রকৃত খুনীদের খুজেঁ বের করতে পুলিশ তৎপর রয়েছে। তবে এ হত্যা রহস্য নিয়ে জনমনে কোন বাড়ির পরকীয়া অভিসার, সৎ পিতার কর্মকান্ড, নাকি পৈত্রিক সম্পত্তির বলি না বালাৎকারের অপচেষ্টা প্রভৃতি বিষয়াদি নিয়ে চলছে চুল-চেরা বিশ্লেষন । #####
Leave a Reply