মুহাম্মদ জাহাঙ্গীর আলম,টেকনাফ।
১৩জুন সকাল সাড়ে ১০টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউপি কার্যালয়ে আয়োজিত ইউনিয়ন সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা স্থানীয় চেয়ারম্যান মীর কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গ্রাম আদালত সহকারী নুরুল কবিরের পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান-আলহাজ্ব শফিক মিয়া, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান-এইচ এম ইউনুছ বাঙ্গালী, উপজেলা নির্বাহী কর্মকর্তা-শাহ মোজাহিদ উদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন টেকনাফ থানা প্রতিনিধি-এস আই আব্দুল মোনাফ, আবুল হোছন মেম্বার, আলী আহমদ মেম্বার, শফিক আহমদ মেম্বার, রঙ্গিখালী মাদ্রাসার উপাধ্যক্ষ- ফরিদুল আলম, উলুচামরী সরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক-হোছন আহমদ, রঙ্গিখালী কেন্দ্রী জামে মসজিদের খতিব – ফরিদুল আলম জিহাদী, আলী আকবর পাড়া মাদ্রাসার মাওলানা আনোয়ার প্রমুখ। সভায় বক্তারা বলেছেন এই দেশ আমরা সকলের। আমরা শান্তিপূর্ন পরিবেশে থেকে সম্প্রীতির দেশ গঠন করে মিলে মিশে থাকতে চাই। দল কয়েক জনের কিন্তু দেশ আমরা সকলের। দেশে রাজনৈতিক কর্মসূচীর নামে অরাজকতা সৃষ্টিকারীদের চিহ্নিত করে দমন করতে আইন-প্রয়োগকারী সংস্থার সহায়তা নিন। শুধু সন্ত্রাস ও নাশকতা নই ইয়াবাসহ যাবতীয় মাদক প্রতিরোধে সবাইকে সোচ্ছার হওয়ার আহবান জানান।
######################