চোর-ডাকাত ও অপরাধীরা আতœরক্ষায় যত নাটক সাজায় না কেন কাউকে রেহাই দেওয়া হবেনা।
হুমায়ুন রশিদ,টেকনাফ।
টেকনাফের হ্নীলা ইউনিয়নের অন্যতম অপরাধ প্রবণ এলাকা রঙ্গিখালীতে আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভায় এএসপি উখিয়া সার্কেল বলেছেন চোর,ডাকাত ও বিভিন্ন অপরাধীরা শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থার শত্র“। একটি স্বার্থান্বেষী মহল তাদের রক্ষার জন্য উঠে-পড়ে লেগে পরিস্থিতি ঘোলাটে করার পায়তারা চালাচেছ । অপরাধীরা যতই প্রভাবশালী ও রাজনৈতিক ছত্র ছায়ায় থাকুকনা কেন তাদের কোন প্রকারে রেহাই দেওয়া হবেনা। অপরাধীদের একদিন আইনের হাতে ধরা পড়তে হবে।
সুত্র জানায়-১৭ আগষ্ট বিকাল সাতে ৩টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের অন্যতম অপরাধ প্রবন এলাকা রঙ্গিখালী বাজারে আইন-শৃংখলা রক্ষা ও অপরাধী নির্মূল বিষয়ক এক মতবিনিময় সভা স্থানীয় মেম্বার শফিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-এএসপি উখিয়া সার্কেল- মোঃ ফারুক আহমদ, বিশেষ অতিথি ছিলেন-হ্নীলা ইউপি চেয়ারম্যান-মীর কাশেম, টেকনাফ থানার অফির্সাস ইনর্চাজ-মাহবুব উল হক। ছাত্রনেতা রিদুওয়ানুল ইসলাম রিমনের পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন-টেকনাফ থানার ওসি (তদন্ত) স্বপন কুমার মজুমদার, আওয়ামীলীগ নেতা জাফর আলম সাদেক, সাংবাদিক- জসিম উদ্দিন টিপু, বিএনপি নেতা জুহুর আলম, ছাত্রদল নেতা-নাসির উদ্দিন প্রমুখ । সভায় বক্তারা এলাকার চিহ্নিত,চোর,ডাকাত, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের
দমনের লক্ষ্যে জনতার উদ্দেশ্যে আরো বলেন আপনাদের জানমালের রক্ষায় পুলিশ রয়েছে। আপনারা কোন অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দিবেন না। এ রকম অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েই আলীখালী এলাকার জালাল আহমদের পুত্র কাশেম সওদাগর মিথ্যা মামলার শিকার হয়ে হাজতে রয়েছে । এলাকাবাসী তার অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানালে এএসপি তাদের আশ্বস্থ করেন। চিহ্নিত এসব অপরাধীদের দমনে সহায়তা করুন। একটি স্বার্থান্বেষী বিশেষ চক্র অপরাধীদের নানা কৌশলে রক্ষার পায়তারা চালিয়ে পরিস্থিতি ঘোলাটে করার পায়তারা চালাচেছ । এ ব্যাপারে পুলিশ প্রশাসন সর্তক থাকলে হবেনা ; আপনাদের ও সজাগ থাকতে হবে । এ ছাড়া স্থানীয় বক্তারা বলেন বর্তমানে রঙ্গিখালীতে কথিত আব্দুল মজিদ, সাবের আহমদ ও মাষ্টার ইসমাঈলের ৩ পরিবারের নানা অপকর্মের কথা তুলে ধরেন। উক্ত ৩ পরিবার টাকা-পয়সার বিনিময়ে কাফিয়া বাহিনী তৈরীর চক্রান্ত করছে। এ ব্যাপারে সজাগ থাকতে হবে। ##############
Leave a Reply