মো:ইব্রাহিম জেদ্দা থেকে…
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা বাজারের ওমর আলীর ছেলে মো: নুর(৬৫)সহ ১৪ জন বাংলাদেশী গত ৪২ দিন আগে দেশে ফেরত আসার জন্য পুলিশের কাছে ধরা দেন।পুলিশ তাদেরকে বাংলাদেশে পাঠানোর জন্য জেদ্দায় তরখিলে(কারাগারে) পাঠিয়ে দিলেও সৌদি সরকার একসাথে ১৪ জন বাংলাদেশীকে ছেড়ে দেন।সৌদি আরবে ধীর্ঘ দিন ধরে চেক না থাকায় যারা দেশে ফেরত আসতে চায় তারাও আসতে পারছেননা।সৌদি আরবে নতুন ভিসা না দিলেও যারা বর্তমানে সৌদি আরবে রয়েছেন তারা সুবিধা স্থানে রয়েছে।একদিকে কোন চেক নেই অন্য দিকে লেবারের দৈনিক সর্ব নিন্ম মূল্য ১২০ রিয়াল হওয়াতে।স্বাভাবিক যে কোন লেবার মাসে ২৫০০ হাজারের উপরে আয় করতে পারেন।কিন্তু দীর্ঘ দিন যারা সৌদি আরবে অবৈধ ভাবে রয়েছেন তারাই এখন সহজে দেশে ফেরত আসতে পারছেননা।পাশা পাশি যাদের একামা নষ্ট হয়ে গেছে তারাও আসতে পারছেনা ধরা না থাকার কারনে।কারা ফেরত মো: নুর জানিয়েছেন সে ডাইবেটিস সহ বৃদ্ধ রোগে ভোগার কারনে কাজ করতে না পারায় দেশে ফেরত আসতে চান।