মুহাম্মদ জাহাঙ্গীর আলম,টেকনাফ।
টেকনাফের হ্নীলায় আর্ন্তজাতিক সীমান্ত রেখা নাফনদীতে মাছ শিকারকে কেন্দ্র করে বাংলাদেশী ও মিয়ানমার জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নৌকাসহ ১ বাংলাদেশী জেলেকে অপহরনের ঘটনা ঘটেছে। টেকনাফ ৪২বিজিবি উক্ত জেলেকে ফেরত আনার জন্য নাসাকাকে পত্র দিলেও সাড়া দেয়নি।
সূত্র জানায়-১জুন বিকাল ৪টারদিকে টেকনাফ উপজেলার বাংলাদেশ-মিয়ানমার আর্ন্তজাতিক সীমান্ত হ্নীলাস্থ নাফনদীতে মাছ শিকারের জন্য বড়শি ফেলে। অপরদিকে মিয়ানমারের জেলেরা ও কারেন্ট জাল ভাসিয়ে দেয়। জাল ভাসতে ভাসতে বড়শির সঙ্গে আটকে গেলে দু‘দেশের জেলেদের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে মিয়ানমারের জেলেরা বাংলাদেশী স্থানীয় গোদাম পাড়া এলাকার মৃত শামসুল আলমের পুত্র মোঃ ইসমাঈল(২৬)কে অপহরণ করে কাঠের নৌকাসহ নিয়ে যায়। অপর সহযোগী সিকদার আলীর পুত্র নুরুল আমিন নদীতে ঝাঁপ দিয়ে সাতার কেটে কূলে ফিরে আসে। পরে বাংলাদেশী জেলেকে জলদস্যু আখ্যায়িত করে নাসাকার হাতে সোর্পদ করে। এ খবর পেয়ে সন্ধ্যায় টেকনাফ ৪২বিজিবি হ্নীলা বিওপি ক্যাম্পের মাধ্যমে নাসাকার নিকট পত্র প্রেরণ করেন। নাসাকা কোন প্রকারের সাড়া দেয়নি। ২জুন বিকাল আড়াই টারদিকে আরও একটি পত্র নিয়ে বিজিবি প্রতিনিধি দল নাসাকার নিকট যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মিয়ানমার নাসাকা বাহিনীর কোন সাড়া পাওয়া যায়নি। টেকনাফ ৪২বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদ হাসান জানান- আমরা এই ঘটনার কড়া প্রতিবাদ পাঠিয়েছি। উক্ত জেলেকে ফিরিয়ে আনতে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। ##