এটি এন ফায়সাল,টেকনাফ …
টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি অভিযান চালিয়ে ১ ডাকাতসহ ৩জনকে আটক করেছে। আটককৃতদের সকালে হাজতে পাঠানো হয়েছে।
সুত্র জানায়-২১জানুয়ারী ভোররাতে টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি- মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী সর্ঙ্গীয় ফোর্স নিয়ে কাঞ্জরপাড়া এলাকার ২টি মামলার পলাতক আসামী মৃত সর্দার আহমদের পুত্র ডাকাত-জিয়াউর রহমান(৩৪),জিআর মামলার পলাতক আসামী জকির আহমদের পুত্র লাল মিয়া লালু (৩০) এবং চাকমারকুল এলাকার আব্দুল্লাহর পুত্র রমজান আলী (৩২) কে আটক করে। সকালে তাদের কক্সবাজার হাজতে প্রেরণ করা হয়। ###########