হুমায়ুন রশিদ, টেকনাফের হোয়াইক্যং পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১০ জন পলাতক আসামীকে আটক করা হয়েছে । আটককৃতদের হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সুত্র জানায়- টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ীর আইসি বখতিয়ার উদ্দিন চৌধুরী সর্ঙ্গীয় ফোর্স নিয়ে হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী এলাকার মৃত আবুল কাশেমের স্ত্রী মায়মুনা বেগমকে জি/আর মামলা-৯৮/০৪ , ঘিলাতলী এলাকার মৃত আব্দুল গফুরের পুত্র নুরুল ইসলাম বন মামলা-১৩৭/০৫, মনিরঘোনা এলাকার আমির হোসেনের পুত্র আবুল মঞ্জুর-বন মামলা ৭৮/০৮,জোয়ারীখোলা এলাকার ফজল করিমের পুত্র হাবিবুর রহমান-বন মামলা৩৮/০৯, নয়াপাড়া এলাকার খুইল্যা মিয়ার পুত্র ফরিদ আলম -জি /আর মামলা-১৩০/০৫, কাঞ্জর পাড়া এলাকার আব্দুর রহমানের পুত্র সাহাব উদ্দিন -বন মামলা ৯২/০৯, একই এলাকার বদিউজ্জামানের পুত্র আব্দু শুক্কুর সি /আর মামলা-০৪/১০, আকতার কামালের পুত্র আব্দুর রহিম -বন মামলা-১০৪৩/৯৮, নয়াপাড়া এলাকার মৃত মোজাহের আহমদের পুত্র নুরুল হোছাইন-জি/আর-মামলা-১৩০/০৯ ইং কে আটক করা হয়। আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply