এটি এন ফায়সাল,টেকনাফ …
টেকনাফের হোয়াইক্যং উনচিপ্রাং আল-সালাম মানব উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক প্রাজ্ঞ ও প্রবীণ শিক্ষাবিদ, সাংবাদিক তাহের নঈম ও রমজান উদ্দিন পটলের পিতা মরহুম মাওলানা আবদুস সালামের ইছালী সওয়াব উপলক্ষ্যে আয়োজিত দু’দিনব্যাপী খতমে কোরান, তাহলিল পাঠ, কাঙ্গালী ভোজ ও ফ্রি-চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেছেন স্থানীয় এমপি ও বিজিবি’র সিও।
জানা যায়, বৃহস্পতিার সকাল ১০টায় উনচিপ্রাং ষ্টেশন প্রাঙ্গনে এ উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংবাদিক মুহাম্মদ তাহের নঈমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি প্রধান অতিথি অতিথি, টেকনাফ ৪২ ব্যাটালিয়ান বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্ণেল জাহিদ হাসান, উপজেলা ভাইস-চেয়ারম্যান এইচএম ইউনুচ বাঙ্গালী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার কামাল চৌধুরী, সহ-সভাপতি মাওলানা আবদুল মান্নান, জেলা ওলামালীগ নেতা মাওলানা ক্বারী ফরিদুল আলম, দারুল ইরফান মাদ্রাসার পরিচালক মাওলানা দ্বীন মোহাম্মদ প্রমূখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ফ্রি-চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন। আজ (শুক্রবার) মরহুমের ইছালী সওয়াব উপলক্ষ্যে দিনব্যাপী খতমে কোরান, তাহলিল পাঠ ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।
################