মুহাম্মদ জাহাঙ্গীর আলম,টেকনাফ : টেকনাফের হোয়াইক্যংয়ে সংখ্যালঘু পল্লীতে হামলা এবং অগ্নি সংযোগ করার ঘটনায় এবারের প্রবারনা পূর্ণিমাতে রাখাইন,চাকমা এবং বড়–য়া সম্প্রদায়ের লোকজন প্রতীকি প্রতিবাদ স্বরূপ ফানুস উড়ানো বন্ধ করার সিদ্বান্ত নিলেও পাহাড়ী চাকমা পল্লীতে এর প্রভাব পড়েনি। ৩১ অক্টোবর সন্ধ্যা সোয়া ৬টারদিকে হোয়াইক্যং মনিরঘোনা এবং লম্বাঘোনা এলাকার পাহাড়ী চাকমা সম্প্রদায়ের লোকজন বাদ্য-বাজনার মাধ্যমে আকাশে ফানুস উড়ানোর উৎসবে মেতে উঠে। এ সময় আকাশের উড়ন্ত ফানুসের ছবি ক্যামেরা বন্দি করা হয়। এতে আবারো স্পষ্ট হয় যে, কোন দ্বন্দ-সংঘাত প্রবারনা উৎসবে প্রভাব ফেলতে পারেনি।
Leave a Reply