হেলাল উদ্দিন, ..টেকনাফের হোয়াইক্যংয়ে ধার নেওয়া টাকা ফেরত না দিতে এক ব্যক্তির অপহরণ নাটক সাজানো পাঁয়তারার অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগে জানা যায়, বিগত ২মাস পূর্বে চুক্তি পত্রের মাধ্যমে হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার আব্দুল মজিদের পুত্র মোঃ ইলিয়াসের কাজ থেকে নগদ ৪০ হাজার টাকা ধার নেয় একই এলাকার মৃত মোজাহের আহমদের পুত্র নুরুল কবির। চুক্তি পত্রমতে গত ২০ আগষ্টের মধ্যে উক্ত টাকা নুরুল কবির ফেরত দিতে না পারলে তার ২টি গরু টাকার মালিক মোঃ ইলিয়াসকে বিক্রি রশিদসহ বুঝিয়ে দেওয়ার কথা। কিন্তু গরুর মালিক অধবদি টাকা ফেরত না দিয়ে কাল ক্ষেপন করে চলছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাঃ নুর আহমদ আনোয়ারীর কাছে বিচার ও হয় একাধিক বার। এই ভাবে কাল ক্ষেপন করার পর ও টাকা ফেরত না দিয়ে উল্টো টাকার মালিক মোঃ ইলিয়াসের বিরুদ্ধে অপহরণ নাটক সাজাতে পাঁয়তারা করছে নুরুল কবির। সে গত ২৩ সেপ্টেম্বর সকাল ১০ টার দিকে তার একটি গরু ও ছেলে জসিম উদ্দিন (১০) কে কৌশলে নিয়ে রইক্ষ্যংস্থ নিকটাতœীয় মোঃ আলীর বাড়িতে লুকিয়ে রেখে টাকার মালিক মোঃ ইলিয়াস অপহরণ করেছে মর্মে বিভিন্ন জনকে প্রচার করছে। খবর পেয়ে টাকার মালিক মোঃ ইলিয়াস ২৫ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে স্থানীয় গ্রাম পুলিশকে সাথে নিয়ে ঐ বাড়ি থেকে গরু উদ্ধার করলে অপহরণ নাটক ফাঁস হয়ে যায়। এ নিয়ে এলাকায় লোকজনের মাঝে বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ।
###################
Leave a Reply