শামশুল আলম শারেক,…>টেকনাফের হোয়াইক্যংয়ে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের (বড়–য়া ও হিন্দু) বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনার জন্য সরকার ও প্রশাসনকে দায়ী করলেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর সভাপতি আ স ম আবদুর রব। তিনি সংখ্যালঘু এলাকায় এরকম ন্যাক্কারজনক হামলার জন্য তীব্র নিন্দা ক্ষোভ প্রকাশ করে ঘটনার সাথে জড়িত ঐ সমস্ত মানবতা বিরোধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তির দাবী জানান। এ ঘটনায় সকল উপজাতীয় সম্প্রদায়ের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন। ভবিষ্যতে এরকম ঘটনা যাতে না হতে পারে সেভাবে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, কক্সবাজারের সকল আক্রান্ত এলাকা পরিদর্শণকালে সরকার ও প্রশাসন সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় পেয়েছে বলে জানান। শুধু মাত্র তার বিপরীত অবস্থান দেখা গেল কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যংয়ের অজপড়া উপজাতিয় পল্লীতে পুলিশের ভূমিকা প্রসংশনীয়। ৬ অক্টোবর বিকাল ৪ টার দিকে জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব’র নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল টেকনাফ হোয়াইক্যংয়ের আক্রান্ত উপজাতীয় পল্লী এলাকা পরিদর্শণ করেন। প্রতিনিধি দলের অন্যান্যরা হলেন জেএসডি’র উপদেষ্টা সদস্য শফিউল আলম খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক এম আবদুল বাতেন বিপ্লব, কক্সবাজার জেলার সাবেক জেএসডি নেতা ও গর্জনিয়া ইউপি চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী ও চকরিয়ার উপজেলা সভাপতি ওসমান গনি প্রমূখ। নেতৃবৃন্দরা বিভিন্ন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সাথে কথা বলেন এবং তাদের ভাল মন্দের খোঁজ খবর নেন।
Leave a Reply