মতিঝিল শাপলা চত্বর থেকে: ছাড়া মতিঝিল থেকে সরবে না কর্মীরা। রাত ন’টার পর তাই আরো ছড়িয়ে বসেছে তারা। শাপলা চত্বর থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত এখন ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে হেফাজত কর্মীরা।
মঞ্চ থেকে মাইকে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে, আল্লামা শফী আমাদের এখানে থাকার নির্দেশ দিয়েছেন। তার পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাবো না।
এমন ঘোষণায় রোববার দুপুরের আগ থেকে মতিঝিলে অবস্থান নেওয়া হেফাজত কর্মীরা আরো গুছিয়ে বসেছেন মতিঝিল ও এর আশপাশের এলাকায়।
আল্লামা শফি কখন আসবেন বা আদৌ আসবেন কি না বা তার কোন নির্দেশ রাতের মধ্যে আসবে কি না তাও বোঝা যাচ্ছে না। তাই রোববার রাত যে হেফাজত কর্মীরা মতিঝিলে থাকছে তা একপ্রকার নিশ্চিত।
ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে তাদেরকে সন্ধ্যার মধ্যে মতিঝিল ছাড়ার আহবান জানানো হলেও সে আহবানে সাড়া দেয় নি তারা।