মঙ্গলবার সকাল ১০টায় হরতালবিরোধী এই মিছিল হবে বলে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক মাহমুদুল হক মুন্সী জানিয়েছেন।
সংগঠনের সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার হরতালের ঘোষণা দেয় ছাত্রশিবির।
অন্যদিকে নয়া পল্টন থেকে আটক বিএনপি নেতাদের মুক্তি দাবি এবং পুলিশের ‘হত্যাকাণ্ডের’ প্রতিবাদে হরতাল ডেকেছে ১৮ দল, যাতে জামায়াতে ইসলামীও রয়েছে।
মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টায় হরতালবিরোধী মিছিল শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করবে।এরপর মঞ্চের সংগঠকরা কয়েকটি ভাগ হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৪ এপ্রিলের কর্মসূচির লিফলেট বিলি করবে।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে আগামী ৪ এপ্রিল প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিটি দেয়ার কর্মসূচি রয়েছে গণজাগরণ মঞ্চের।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ইতোমধ্যে জানিয়েছেন, জামায়াত-শিবির নিষিদ্ধের প্রক্রিয়া ৪ এপ্রিলের মধ্যে শুরু না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।