আনোয়ার হোছাইন= কক্সবাজার সদরের ঈদগাঁও সাংগঠনিক উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩২তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে বাসষ্টেশনস্থ দলের কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল পরবর্তী উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে ইসলামাবাদ স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক ইব্রাহীম খলিল রাহাতের সঞ্চালনায়র্ শুরু হওয়া আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল জেলা সহ সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা ছৈয়দ আলম, আবু তাহের ও মনজুর আলম মনজুর। বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আবদুর রহিম ফারুকী, ইসলামপুর আহবায়ক এম.এস আশরাফুজ্জামান মামুন, যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন, রবিউল আলম, হেলাল উদ্দিন, মোশাররফ হোসেন, সাইফুল ইসলাম ও মোক্তার আহমদ প্রমুখ। উপস্থিত ছিলেন মাওলানা ছৈয়দ করিম, সাহাব উদ্দিন ফকিরসহ দলের বিপুল সংখ্যক উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী। বক্তারা আলোচনা সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে নেতাকর্মীদের তার আদর্শ লালন করে বর্তমান সরকারের সকল জুলুম অত্যাচারের দাঁত ভাঙ্গা জবাব দেয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এ ছাড়া তারা তারেক রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহার, ১৮ দলীয় জোটের কারারুদ্ধ নেতাকর্মীদের মুক্তি, বন্ধ করে দেয়া আমার দেশ পত্রিকা, দিগন্ত, ইসলামিক টেলিভিশন খুলে দেয়া ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূনর্বহাল সহ জেলার সিংহ পুরুষ সাবেক সফল যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সরকারের জোর দাবী জানান। অন্যতায় সাধারণ জনগণকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী উচ্চারণ করেন।