মমতাজুল ইসলাম মনু,টেকনাফ
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বর্তমান সরকার নয়নাভিরাম অফুরন্ত সম্ভাবনা ও স্বপ্নের শহর টেকনাফকে পর্যটক জোন হিসেবে গড়ে তুলতে চায়। কক্সবাজার জেলার দক্ষিণের সীমান্ত উপকূলীয় জনপদের উন্নতি ও এতদাঞ্চালের মানুষের জীবনযাত্রা মান উন্নয়ন সাধনে বদ্ধপরিকর বর্তমান আওয়ামীলীগ সরকার। ১ ডিসেম্বর বিকাল ৩ টায় টেকনাফ উপজেলা সাবরাং এলাকায় প্রায় এগার শ’ একর সরকারী খাস জমির উপর প্রস্তাবিত পর্যটন জোন পরিদর্শনের সময় সাংবাদিকদের সাথে আলাপকালে বেসামরিক বিমান পরিবহন ও পযর্টনমন্ত্রী ফারুক খাঁন উপরোক্ত কথাগুলো বলেন। মন্ত্রী আরো বলেন-বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের দক্ষিণ সীমান্তের পর্যটনের জন্য সম্ভাবনাময় স্পট টেকনাফকে ঘিরে পর্যটন মন্ত্রনালয়ের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবের মুখ দেখতে যাচ্ছে। এক্সক্লুসিভ জোন বাস্তবায়িত হলে এই এলাকা দিয়ে দেশের বাজেটে একটি বড় রাজস্ব যোগ হবে। এই এলাকার সর্বসাধারণের উন্নতি হবে। তাই অর্থ উপার্জন সম্ভব, সীমান্ত উপজেলা টেকনাফের সেন্টমার্টিনদ্বীপ, শাহপরীরদ্বীপসহ উপকূলীয় জনপদের অফুরন্ত সম্পদকে যথাযথ কাজে লাগাতে হবেটেকনাফের এ এলাকায় বিশাল আকারের বাজেট সম্বলিত প্রকল্প খুব শীঘ্রই শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এর আগে মন্ত্রী টেকনাফ আওয়ামীলীগ কার্যালয়ে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন। এ সভায় তিনি স্থানীয় সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদিকে পূনরায় নিবার্চিত করে মহাজোট সরকারকে আবারো ক্ষমতায় বসাতে উপস্থিত দলীয় নেতা কর্মীদের প্রতি আহবান জানান। মন্ত্রীর সাথে অন্যান্যদের মধ্যে স্থানীয় আলহাজ্ব সাংসদ আবদুর রহমান বদি, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সচিব খুরশিদ আলম,কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক খাঁন বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী,জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন,জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ আহমদ হোসেন,টেকনাফ উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব এইচ.এম ইউনুছ বাঙ্গালী, উপজেলা নির্বাহী অফিসার শামসুল ইসলাম মেহেদী,সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক এম,এ জহির, প্রমূখ। পরে মন্ত্রী বিকাল ৫ টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে টেকনাফ ত্যাগ করেন। ===
বলা সহজ, করা কঠিন। মন ভুলানো স্বপ্ন।
Shorbagre upokuliyo BERI BADH nirman koren,oboydho pothe Malaysia te ADAM PASAR,shimante YABA’r godfather o ROHINGYA shomossar estayi shomadhan koren…tar por jonogon k deya mitta acchash puron korte parben.