আদালতে ভাঙচুরের মামলায় বিএনপি সমর্থক ২৫ আইনজীবী বিচারিক আদালতে স্থায়ী জামিন পেয়েছেন।রোববার ঢাকা বারের সভাপতি বোরহানউদ্দিন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, খোরশেদ আলম, মাসুদ আহম্মেদ তালুকদারসহ বিএনপি সমর্থক ২৫ আইনজীবী ঢাকার সিএমএম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিন স্থায়ী করার আবেদন করেন।শুনানি শেষে বিচারক সহিদুল ইসলাম সকল আইনজীবীর স্থায়ী জামিন মঞ্জুর করেন। এ সময় চার্জ শুনানি জন্য সময়ের আবেদন করা হলে আগামী ৩০ আগস্ট চার্জ শুনানির জন্য পরবর্তী তারিখ ধার্য করেন।উল্লেখ্য, আদালতে ভাঙচুরের মামলায় গত ৩১ মে ২৫ আইনজীবীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।গত ২২ মে বিচার বিভাগের ওপর আওয়ামী লীগ সরকারের হস্তক্ষেপ ও দলীয়করণের প্রতিবাদে আদালত বর্জন কর্মসূচি পালন করতে গিয়ে ঢাকা জজ কোর্টে ভাঙচুর চালান বিএনপিপন্থি আইনজীবীরা।বিক্ষোভ মিছিলের সময় সংগঠনটির আইনজীবীরা কালো পতাকা নিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত, মুখ্য বিচারিক হাকিম আদালত, মহানগর দায়রা জজ আদালত ও জেলা জজ আদালত প্রাঙ্গণে মিছিল করেন।বিক্ষোভ মিছিলটি ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনের দ্বিতীয় তলা দিয়ে যাওয়ার সময় কয়েকজন বিক্ষুদ্ধ আইনজীবী মহানগর দায়রা জজ জহুরুল হকের এজলাসে ঢোকার চেষ্টা করেন।
পুলিশ তাদের এজলাসে যেতে বাধা দিলে তারা বিচারকের উপস্থিতিতেই দরজায় লাথি মারেন। এরপর তারা মহানগর দায়রা জজের প্রশাসনিক কর্মকর্তা ও নাজিরের কক্ষের সামনে দিয়ে যাওয়ার সময় জানালার কাঁচ ভাঙচুর করেন।
এছাড়া আইনজীবীরা ঢাকা জেলা জজ আদালতের নতুন ভবনের তৃতীয় তলায় অবস্থিত ঢাকার জেলা ও দায়রা জজ আব্দুল মজিদের আদালত কক্ষের সামনে দিয়ে যাওয়ার সময় তার স্টেনোগ্রাফারের কক্ষের জানালা ভাঙচুর করেন।
এ ঘটনার সূত্রে ওইদিন রাতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা সানাউল্লাহ মিয়া, বোরহানউদ্দিন, মাসুদ আহমেদ তালুকদার, মহসিন মিয়াসহ ২৯ জনের নাম উল্লেখ করে বিএনপি সমর্থক ৯৯ আইনজীবীর নামে ঢাকার কোতোয়ালী থানায় মামলা করা হয়।
Leave a Reply