টেকনাফ নিউজ ডেস্ক…সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতিফ প্রদেশের আওয়ামিয়া জেলায় সোমবার গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয়দের উদ্ধৃত করে রয়টার্স এই খবর জানিয়েছে। তবে নিহতের পরিচয় জানানো হয়নি। ওই ব্যক্তি কীভাবে মারা গেলেন, সে বিষয়েও দুই রকম বক্তব্য পাওয়া গেছে।
সৌদি আরব পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশী ওই ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন। ওই সময় টহল পুলিশের দুটি গাড়িকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে লক্ষ্যভ্রষ্ট হয়ে তা ওই ব্যক্তির গাড়িতে লাগে। এতে গাড়িটিতে আগুন ধরে যায়। মারা যান ওই ব্যক্তি।
যে এলাকায় ওই বাংলাদেশী নিহত হয়েছেন, তা শিয়াপ্রধান এলাকা। সুন্নি নিয়ন্ত্রিত সৌদি আরবের ওই অঞ্চলে গত এক বছর ধরে বিক্ষোভ চলছে। এই সংঘাতে গত এক বছরে প্রাণ হারিয়েছে অন্তত ১২ জন। শিয়া বিক্ষোভকারীদের দাবি, পুলিশ তাদের শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটাচ্ছে।
বাংলাদেশী হত্যাকাণ্ড নিয়েও পুলিশের বক্তব্যে ভিন্নমত পোষণ করেছেন আওয়ামিয়ার এক কর্মী। তিনি রয়টার্সকে বলেন, পরোয়ানাভুক্ত এক ব্যক্তিকে গ্রেফতারে একটি বাড়িতে অভিযান চালিয়েছিল নিরাপত্তা বাহিনী। তখন দু’পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে নিহত হন ওই বাংলাদেশী।
Leave a Reply