দলীয় যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু রোববার রাজশাহীতে এক সংবাদ সম্মেলনে হরতালের খবর নিশ্চিত করেন।
এছাড়া বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বিভাগে সোমবার হরতালের খবর নিশ্চিত করেছেন।
দলের অন্য দাবিগুলো হল স্বণির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মুক্তি, তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহামুদুর রহমানের অবরুদ্ধ অবস্থার অবসান করা।
গত ২০ জানুয়ারি এক সংবাদ সম্মেলন থেকে এ হরতালের ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু।
এর আগে রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয় সভা করা হয়।
মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে দুই বিভাগের সমন্বয় সভায় ১৬ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন।
সেই কর্মসূচির মধ্যেই সোমবারের হরতালের কথা উল্লেখ করা হয়েছিল। কিন্তু রোববার পর্যন্ত ওই দাবিগুলো সরকার মেনে না নেয়ায় সোমবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে বলে সংবাদ সম্মেলনে মিনু বলেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, কেন্দ্রীয় সদস্য মোসাদ্দেক হোসেন বুলবুল প্রমূখ।
হরতালের সমর্থনে বিএনপি রোববার দুপুরে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। পরে তারা গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন।
সেখানে জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
হরতালে চলমান এসএসসি পরীক্ষায় বিঘ্ন ঘটার আশঙ্কা থাকলেও সূচিতে সোমবার কোনো পরীক্ষা নেই।