টেকনাফ ডেস্ক নিউজ :::নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বেসরকারি ফলাফলে বিএনপি সমর্থিত প্রার্থী মো. মোতাহের হোসেন মানিক দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন। শনিবার সন্ধ্যায় রাত সাড়ে ৮ টায় বেসরকারিভাবে এ ফলাফল জানানো হয়।মানিক ৭শ’৩৩ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নুরুল হক চৌধুরীকে পরাজিত করেন। মো. মোতাহের হোসেন মানিক দোয়াত-কলম প্রতীক নিয়ে ৪ হাজার ৫শ’ ২১ ভোট পান। অন্যদিকে নুরুল হক চৌধুরীকে চশমা প্রতীকে পান ৩ হাজার ৭শ’ ৮৮ ভোট।সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে পৌরসভার নয় ওয়ার্ডের নয়টি ভোট কেন্দ্রে ভোটাররা এসে ভোট দেন।সর্বমোট ভোটার সংখ্যা ছিল ১৯ হাজার ৮’শ ২০ জন।নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা বেগম বেসরকারিভাবে বিএনপি সমর্থিত প্রার্থী মোতাহের হোসেন মানিকের মেয়র নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।