বৃহস্পতিবার ১২ এপ্রিল, ২০১৮ ১১:৪৯ অপরাহ্ন
1942 বার এই নিউজটি পড়া হয়েছে
হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ … সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া প্রতিবেশ সংকটাপন্ন এলাকা় প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আবাসিক হোটেল নির্মাণ করায় হোটেল বøু মেরিন রিসোর্টের মালিক জাফর আহমদ পাটোয়়ারীকে ১০ লক্ষ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর।
জানা যায়, ১২ এপ্রিল বৃহস্পতিবার জরিমানার টাকা নির্ধারণ করে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোঃ মকবুল হোসেন হোটেল কর্তৃপক্ষকে চিঠি দেন। আগামী ৭ দিনের মধ্যে জরিমানার এ টাকা জমা দেয়ার নির্দেশ দেন। একই সাথে সেন্টমার্টিনদ্বীপের দক্ষিণ পাড়ার অবস্থিত মেসার্স বøু মেরিন রিসোর্ট-২ নামে আবাসিক হোটেলের সমস্ত কার্যক্রম বন্ধ রাখার নিদের্শনাও দেয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল আশ্রাব বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সেন্টমার্টিনে প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় আবাসিক হোটেল নির্মাণের খবর পেয়ে গত ৯ এপ্রিল অধিদপ্তরের একটি টিম সরেজমিন পরিদর্শন করেন। এসময় পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের অনুমতি ছাড়া মেসার্স বøু মেরিন রিসোর্ট-২ অবৈধ কার্যক্রমের সত্যতা পান। তাছাড়া কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষও একইভাবে সেন্টমার্টিনদ্বীপ পরিদর্শন করে একই অভিযোগের সত্যতা পেয়েছেন’। ##