হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ/সেন্টমার্টিনদ্বীপে পর্যটকের ঢল নেমেছে। পর্যটকবাহী জাহাজ ও সেন্টমার্টিনদ্বীপের হোটেল গুলোতে গত কয়েকদিন ধরে স্থান খালি নেই। সবই বুকিং হয়ে গিয়েছে। ২১ ফেব্রুয়ারী থেকে ২৩ ফেব্রুয়ারী পর্যন্ত একটানা ৩ দিন সরকারী বন্ধ থাকার সুযোগে পর্যটকগণ দ্বীপে ভিড় জমিয়েছেন বলে জানা গেছে। সেন্টমার্টিন থেকে প্রাপ্ত খবরে জানা যায়,দ্বীপে ছোট-বড় শতাধিক আবাসিক হোটেল রয়েছে। আর টেকনাফ -সেন্টমাটিন নৌ-পথে পর্যটকবাহী জাহাজ চালু আছে তিনটি। সবই অগ্রিম বুকিং হয়ে গিয়েছে।#############