নুর মোহাম্মদ, সেন্টমার্টিন থেকে … দেশের একমাত্র প্রবাল দ্বীপকে ময়লা আবর্জনা প্লাস্টিক ও পলিথিন মুক্ত রাখতে সেভ দ্যা সেন্টমার্টিন নামে একটি সমাজিক সেচ্ছাসেবী সংগঠন রাত দিন পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মচুসী পালন করেতছে।সংগঠনের কর্মীরা বলেন, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনকে বাচাতে এবং দ্বীপকে ময়লা আবর্জনা প্লাস্টিক ও পলিথিন মুক্ত রাখতে তাদের এই কর্মচুসী আগামীতে অব্যাহত থাকবে।পাশাপাশি তারা পর্যটক ও স্থানীয়দের মধ্যে সচেতনতা তৈরি করতে এবং করোনা ভাইরাস থেকে বাচাতে বেশ কিছু কর্মচুসী হাতে নিয়েছে। এদিকে তাদের এই সমাজিক কাজকে স্বাগত ধন্যবাদ জানিয়েছেন দ্বীপের চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমেদ এবং সচেতন দ্বীপবাসী।
Leave a Reply