হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ … সেন্টমার্টিনদ্বীপে পর্যটকদের নিকট ইয়াবা ও গাঁজা বিক্রিকালে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে দুইজন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা ও গাঁজাসহ ধৃত মাদক কারবারী নারী-পুরুষকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। পর্যটন মৌসুম শুরু হওয়ায় সেন্টমার্টিনদ্বীপে বিভিন্ন প্রকার মাদক কারবারীরা সক্রিয় হয়ে উঠেছে।
বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, ২৭ নভেম্বর ভোর পৌনে ৫টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের সেন্টমার্টিন বিসিজি ষ্টেশনের জওয়ানেরা বøু মেরিন রিসোর্ট নামক হোটেলের পর্যটকদের নিকট ইয়াবা ও গাঁজা বিক্রিকালে অভিযান চালিয়ে কটেজ সংলগ্ন এলাকা হতে সেন্টমার্টিন ডেইলপাড়ার দোস মোহাম্মদের স্ত্রী নুর জাহান বেগমকে (২৫) ৬৩ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করে। এছাড়া গত ২৬ নভেম্বর রাত ৯টায় খুচরা ইয়াবা বিক্রির সংবাদ পেয়ে একই আভিযানিক দল পূর্ব পাড়ায় অভিযান চালিয়ে ৪২ পিস ইয়াবাসহ স্থানীয় মোঃ আব্দুল গণির পুত্র মোঃ আব্দুল কাদেরকে (২৫) আটক করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা ও গাঁজাসহ ধৃত মাদক কারবারী নারী-পুরুষকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ##
Leave a Reply