সেন্টমার্টিন দ্বীপে হরতাল পালনের কথিত অভিযোগে দায়েরকৃত মামলা থেকে বিজ্ঞ আদালত অভিযুক্ত ১৩ জনকেই জামিন দিয়েছেন। সেন্টমার্টিন দ্বীপের সাবেক ইউপি চেয়ারম্যান মাষ্টার সামছুল ইসলামের পুত্র ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাদী হয়ে ১১ জুন টেকনাফ মডেল থানায় আইন শৃংখলা বিঘœকারী অপরাধ দমন আইন (দ্রুত বিচার) ২০০২ এর ৪(১)/৫ মতে ১৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিল। অভিযুক্তরা হচ্ছে- জাহাঙ্গীর আলম, নুরুল আলম, ছৈয়দ আলম, মোঃ রুবেল, মোঃ আলম, জাহাঙ্গীর, হাবিব উল্লাহ, আবু তালেব, মোঃ ইসমাইল, কামাল, মাওঃ নুর মোহাম্মদ, মাওঃ জুবাইর, মোঃ ইছহাক। ১৩ জুন অভিযুক্তদের সকলেই একসাথে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত সকলের জামিন মঞ্জুর করেন। ##