গত বছরের ২০ ডিসেম্বর কক্সবাজার শহরের কলাতলিস্থ হোটেল বে-ভিউ থেকে ইয়াবাসহ আটক হয়েছিলেন মডেল সিলভীয়া আজমী। এসময় আটক করা হয় তার স্বামী কক্সবাজার ইন্টারন্যাশনাল এমিউজমেন্ট পার্কের চেয়ারম্যান, চলচ্চিত্র-প্রযোজক জিএম সরওয়ারসহ আরও দু’জনকে। ৪৩ দিন জেল খেটে গত ৩১ জানুয়ারি জামিনে ছাড়া পান সিলভিয়া। একথা সবারই মনে আছে নিশ্চই। তবে নতুন খবর হচ্ছে, শেষ পর্যন্ত চলচ্চিত্রে নাম লেখালেন আলোচিত এ ‘ইয়াবা সুন্দরী’
সম্প্রতি তিনি ‘রাঙামন’ নামের একটি ছবির শ্যুটিং শেষ করলেন। সাভার ফুলবাড়িয়ার ফাইম স্টুডিওতে একটানা ছবিটির শুটিং হয়। জাকির খান পরিচালিত ‘রাঙামন’ ছবিতে সিলভির নায়ক নীরব। আরও রয়েছেন সুচরিতা, আলীরাজ, দুলারী, শানু শিবা সহ অনেকেই।
এ প্রসঙ্গে সিলভিয়া বলেন, চমৎকার একটি প্রেমের গল্পের ছবি ‘রাঙামন’। ছবির কাজ করতে বেশ ভাল লেগেছে।
এছাড়াও বর্তমানে সিলভিয়া বর্তমানে ব্যস্ত রয়েছেন কমিশনার, মন খোঁজে বন্ধনসহ বেশ কিছু ছবির কাজ নিয়ে। তার অভিনীত ‘এক জবানের জমিদার হেরে গেলেন এইবার’ এখন মুক্তির মিছিলে। উত্তম আকাশ পরিচালিত এই ছবিতে তার নায়ক আমিন খান।